বাসর ঘর সাজান মনের মতন করে ( ফুলের বাজার আছে আপনাদের পাশে )
বিয়ের
দিনের নতুন দম্পতির জন্য
ফুলশয্যা বা বাসর ঘর সাজানো একটি
গুরুত্বপূর্ণ কাজ । ফুল দিয়ে
বাসর ঘর সাজানোর টিপস
এবং বাসর ঘর সাজানোর
নিয়ম ফুল বাজারের মাধ্যমে আপনারা
জেনে নিতে পারেন।
ফুল বাজার আপনাদের
বিভিন্নভাবে সাহায্য করবে
বিয়ের
পর নতুন দম্পতির সঙ্গে
কাটানো প্রথম রাত বা ফুলশয্যা তাদের
জীবনে গুরুত্বপূর্ণ দিন। কেনাকাটা
নিয়ে পরিবারের লোকজন সাথে বর-কনেও
ব্যস্ত থাকে। এসব
কারণে কেউ তাদের ঘরের
সাজসজ্জা নিয়ে কাজ করার সময়
পায়না। তাই দম্পত্তির ভাই-বোন বন্ধু-বান্ধবী
তাদের ফুলশয্যার খাট সাজান। কিন্তু সুন্দর করে সাজাতে পারেন না।
এই জন্য কিছু
টিপস জেনে রাখুন। আশা
করি আপনারা অনেক উপকার হবে।
বাসর ঘর সুন্দর
করে সাজানোর জন্য বিছানা থেকে শুরু করুন। ফুল দিয়ে বিছানা সাজিয়ে ফেলতে পারেন।
- নতুন দম্পত্তিকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রবেশ একটি বড় করে লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকিয়ে দিতে পারেন। নেটের পর্দা দিয়ে সাজাতে পারেন। তবে খাট সাজানোর সময় অবশ্যই মাথায় রাখবেন। আপনার ডিজাইনের সাজসজ্জা যেন নবদম্পতির জন্য কোনো অসুবিধা তৈরি না করে।
- আপনি একটু ভিন্ন রকম ভাবে সাজাতে চান তাহলে কোন বিশেষ রংবা থিম অনুযায়ী সাজাতে পারেন। ঘরের দেয়ালের রঙের সাথে মিলিয়ে বিছানার চাদর এবং বালিশ কভার ব্যবহার করতে পারেন ঘরের দেওয়াল রং করে নিতে পারেন।
- যেহেতু এই দিনটি জীবনে একবারই আসে। সেই কারণে এই দিনে কোন কমতি রাখা উচিত নয়। একেবারেই এই দিনের জন্য ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
- যেমন ঘরের আলো যেন উজ্জ্বল না হওয়া এই জন্য একটি ড্রিম লাইট লাগাতে পারেন। এতে ঘরের পরিবেশ রোমান্টিক মনে হবে। আর ফুল ব্যবহার করলে সবসময় খেয়াল রাখবেন যেন দম্পতি কারোর কোন ফুলের এলার্জি আছে কিনা। যদি এলার্জি থাকে তাহলে তাহলে বিশেষ দিনটি অনেক কষ্টে কাটবে তাদের। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন